অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, নিজ দলেই অনাস্থা

ইউন সক ইয়লকে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে সমর্থন রয়েছে তার নিজের দলের সহকর্মীদের। দেশে সামরিক শাসন জারির ‘চক্রান্তের’ অভিযোগে সরকারি দল পিপল পাওয়ার পার্টির সমর্থনও হারিয়েছেন তিনি। দলীয় প্রধান নিজেও প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে প্রকাশ্যে মত দিয়েছেন।

দক্ষিণ কোরিয়া পার্লামেন্ট
ছবি: দক্ষিণ কোরিয়ার সংসদ

গত ৩ ডিসেম্বর আকস্মিক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ইউন সক ইয়ল। জরুরি অবস্থা জারির প্রেক্ষিত ব্যাখ্যা করতে তিনি দাবি করেছিলেন, দক্ষিণ কোরিয়ায় বামপন্থীরা সরকারের নিয়ন্ত্রণ নিতে সক্রিয় এবং তারা উত্তর কোরিয়ার মদদপুষ্ট! জরুরি অবস্থা জারির সূত্রে মোতায়েন হয় সেনাবাহিনী। প্রেসিডেন্ট সামরিক গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কয়েকজন রাজনীতিবিদকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন। 

কিন্তু ‘আর্মি স্পেশাল ওয়ারফেয়ার কমান্ড’ প্রেসিডেন্টের সূত্রে পাওয়া তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর আদেশ অমান্য করে। দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল কোয়াক জং গিউন মোতায়েন করা সৈনিকদের প্রাণঘাতী বুলেট না দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সংসদ অধিবেশন থেকে বিরোধী নেতাদের গ্রেফতারে বিরত থাকেন।

পরবর্তীতে সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যদের ভোটে জরুরি অবস্থা জারির বিরুদ্ধে প্রস্তাব পাস হয়। এর ফলে প্রেসিডেন্টকে জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করতে হয়। সংবিধান অনুযায়ী এটি প্রেসিডেন্ট মানতে বাধ্য ছিলেন। 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সরকারি দল পিপল পাওয়ার পার্টির প্রধান হুন ডং হুন প্রেসিডেন্টের অভিশংসন ছাড়া অন্য কোন সম্ভাবনা দেখছেন না। দল ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইউন সক ইয়লের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। 

প্রেসিডেন্ট যদি নতুন করে জরুরী অবস্থা জারির ঘোষণা দেন তাহলেও তা অমান্যের সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত নতুন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি একই সাথে উল্লেখ করেছেন, আবার জরুরি অবস্থা জারির ঘোষণা হলে তা উপেক্ষার বিষয়ে একমত দক্ষিণ কোরিয়ার ‘জয়েন্ট চিফস অফ স্টাফ’।

প্রেসিডেন্টকে অভিশংসিত করবার জন্য দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন পড়বে। দক্ষিণ কোরিয়ার সংসদে বিরোধী দলের শক্তিশালী অবস্থান রয়েছে। বিরোধী দলের দরকার হবে সরকারি দল পিপল পাওয়ার পার্টির আটজন সংসদ সদস্যের সমর্থন। ইয়োনহাপ লিখেছে, এদের মধ্যে একজন ইতোমধ্যেই প্রকাশ্যে তার সমর্থন ঘোষণা করেছেন অভিশংসনের পক্ষে।